২ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের আল আমিন হাসপাতালকে জরিমানা

রোগ নির্ণয়ের মূল্যতালিকা না থাকায় নগরীর ‘আল আমিন হাসপাতাল’কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

রোববার এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আনিসুর রহমান। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আনিসুর রহমান বাংলাধারা ডটকমকে জানান, অভিযানে হাসপাতালটির প্যাথলজি ডিপার্টমেন্টে সেবার মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আল আমিন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করার এবং আইন মেনে স্বাস্থ্য সেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে বলেও জানান সহকারি পরিচালক আনিসুর রহমান।

আরও পড়ুন