বাংলাধারা প্রতিবেদন »
‘চট্টগ্রামের বাকলিয়ার বলিরহাট বঙ্গবন্ধু পরিষদের উপহার বাংলার সাধারণ কাঠমিস্ত্রীর শ্রমে-ঘামে নিজেদের হাতে কাজ করা ভালবাসা আর ভক্তির সাথে তৈরি সেই চেয়ার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা-সম্মানের, মুজিব কন্যার প্রতি আন্তরিক ভালোবাসা, কি অকৃত্রিমভাবে ফুটে উঠেছে। এটি নিখাদ ভালোবাসার নিদর্শন।’
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তাঁর ফেসবুক স্ট্যাটাসে টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের উপহার সেই চেয়ারের কথা তুলে ধরেন।
শিক্ষা উপমন্ত্রী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রতিবছর ১৫ আগস্টে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর বাড়িতে এই চেয়ারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বসেন। তিনি না আসলে চেয়ারটি যত্নের সাথে ঢেকে রাখা হয়। নিরাপত্তা জনিত কারণে সবসময় এই চেয়ার দেখে এসেছি কিন্তু সেদিন এর ছবি তোলা কখনও সম্ভব হয়না। এবার সুযোগ হলো টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর বাড়িতে ১৫ আগস্টের আগে গিয়ে অবশেষে এর একটি ছবি তোলা।’
নওফেল লিখেন, ‘আমার নির্বাচনী আসন, কোতোয়ালি-বাকলিয়ার বঙ্গবন্ধু স্মৃতি সংসদ বলিরহাট সেই ৯০’র দশকে বাকলিয়ার ঐতিহ্য, কাঠের কাজের (কার্পেন্ট্রি) একটি নিদর্শন হিসেবে এই চেয়ারটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেন। আমার নির্বাচনী এলাকার ঐতিহ্যের এই নিদর্শন এখনো সযত্নে ব্যবহার হচ্ছে।’
মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বাংলার তথা চট্টগ্রামের সাধারন কাঠের মিস্ত্রিদের হাতে তৈরি এই চমৎকার চেয়ারটিই বাংলাদেশের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার ব্যবহার করেন। কোনো বিদেশি দামী চামড়ায় মোড়ানো ব্রান্ডের রিভলভিং চেয়ার নয়, আমাদের বাকলিয়ার বলিরহাট বঙ্গবন্ধু পরিষদের উপহার, বাংলার সাধারণ কাঠমিস্ত্রীর শ্রমে ঘামে নিজেদের হাতে কাজ করা ভালবাসা আর ভক্তির সাথে তৈরি এই উপহারে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা সম্মানের। মুজিব কন্যার প্রতি আন্তরিক ভালোবাসা, কি অকৃত্রিমভাবে ফুটে উঠেছে।’
‘এটি নিখাদ ভালোবাসার নিদর্শন। কোনোদিন কোনো প্রচার মাধ্যমে প্রচারিত হয়নি এই ভালোবাসার কথা, এই শ্রদ্ধার কথা। চট্টগ্রামের মানুষের এই নিদর্শন, বাঙালির তীর্থের এই ঐতিহাসিক জায়গায় ঠায় দাড়িয়ে আছে। এই নিখাদ ভালোবাসাকে ধারন করেন মুজিব কন্যা, এখনো আছে সেটি এবং থাকবে। প্রতি বছর যত্নের সাথে ব্যবহৃত হয়।’- স্ট্যাটাসে লিখেছেন নওফেল।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













