বাংলাধারা প্রতিবেদন »
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সতর্কতা ও শ্রমিক-কর্মকর্তাদের সুরক্ষার কথা বিবেচনায় চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার সকালে শ্রমিকরা কাজে আসার পর পরই আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কেইপিজেডের সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেইপিজেড সূত্র জানায়, গত ২৯ মার্চ থেকে এক সপ্তাহ বন্ধ থাকার পর ৫ এপ্রিল রবিবার কেইপিজেডের সব কারখানা খোলা হয়। তবে করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকারের নির্দেশনা মতে সোমবার সকালে কেইপিজেডও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
এরই প্রেক্ষিতে কেইপিজেডের সব কারখানা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। তবে কারখানাসমূহের নিরাপত্তা শাখা এই আদেশের বাইরে থাকবে।
উল্লেখ্য, কেইপিজেডের চার ইউনিটে ২১টি কারখানায় বিদেশিসহ নারী-পুরুষ মিলে প্রায় ২৫ হাজার শ্রমিক-কর্মকর্তা কর্মরত আছেন। তার মধ্যে আনোয়ারা-কর্ণফুলী ছাড়াও পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে এসে শ্রমিকরা এখানে কাজ করেন।
বাংলাধারা/এফএস/টিএম













