বাংলাধারা প্রতিবেদক»
যৌতুকের কারণে সেদিন মেঘলার বিয়ে ভেঙে যায়, আর রিমি তৎক্ষণাৎ আকাশের সাথে মেঘলার বিয়ে দিয়ে মেঘলাকে ঘরে নিয়ে আসে, পরক্ষণে মেঘলাকে আকাশের পরিবারের সবাই মেনে নিলেও আকাশ আর মেঘলাকে মানতে পারছে না, আকাশের দাবি— ভাবীর মান-সম্মান রক্ষা করতে গিয়ে আকাশ মেঘলাকে বিয়ে করেছে, পরিবারের সবাই অনেক বুঝানোর চেষ্টা করার পরও আকাশ আর বুঝতে চায় না, আকাশ সিদ্ধান্ত নেয় সে আবার অস্ট্রেলিয়ায় চলে যাবে।
এদিকে আকাশ আর মেঘলাকে একই রুমে রাখা হয়, আকাশ এবং মেঘলার মধ্যে সিদ্ধান্ত হয় তারা দু’জন আলাদা আলাদা ভাবে একই রুমে থাকবে, এমন পরিস্থিতিতে মেঘলা আবার মানসিক ভাবে ভেঙে পড়েছে, এভাবে তাদের মধ্যে মান-অভিমান চলছে— এইভাবে গল্প এগোতে থাকে। এমনই গল্প নিয়ে চট্টগ্রামের ছেলে তরুণ পরিচালক জিকু চৌধুরীর পরিচালনায় নির্মিত হয়েছে ‘মেঘলা আকাশ’ নাটকটি।
আগামী শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির পর্দায় প্রচারিত হবে নাটকটি।

‘ত্রী বাঁধন এন্টারটেইনমেন্ট’ পরিবেশিত ‘মেঘলা আকাশ’ নাটকটির রচনা ও পরিচালনা করেছেন জিকু চৌধুরী নিজেই। আর নাটকটি প্রযোজনা করেছেন ইকন বাবু। এতে অভিনয় করেছেন দেশের টিভি নাটকে অনন্য অভিনেতা আবদুন নূর সজল। নাটকটিতে ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতার চরিত্র ‘আকাশ’।
আবদুন নূর সজল ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নিশাত প্রিয়ম, হান্নান শেলী, রেশমি, কেয়া মনি, রিপন গাজী ও নুসরাত লাবণ্য প্রমুখ।

নাটকটির কাহিনী সংক্ষেপ: আকাশ হচ্ছে গল্পের নায়ক। একদিন আকাশ তার ভাবীর (রিমি) সাথে ভাবীর বান্ধবী মেঘলার বিয়েতে যায়, মেঘলা হচ্ছে গল্পের নায়িকা।
‘মেঘলা আকাশ’ নাটক প্রসঙ্গে অভিনেতা সজল বলেন, ‘আমি সব সময় কাজকে ভালোবাসি। আর এ কারণেই নিজের খেয়াল-খুশি মতো কাজকেই প্রাধান্য দেই। অসম্ভব সুন্দর একটি গল্পে সুন্দর একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার সাথে এই নাটকে একাধিক নতুন মুখ কাজ করেছে। সহশিল্পীরাও অনেক সাপোর্ট দিয়েছেন। মেঘলা আকাশ নাটকটি সবদিক থেকে দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশা রাখি।’

পরিচালক জিকু চৌধুরী বলেন, ‘আমি সাধারণত একটু অন্য ধাঁচের ও গল্পের নাটক নির্মাণ করি। এটিও তার ব্যতিক্রম নয়। আশা করছি, দর্শকরা ভালো গল্পের একটি নাটক দেখতে পাবেন।’
বাংলাধারা/আরএইচ













