২৪ অক্টোবর ২০২৫

“চট্টগ্রামের জলাবদ্ধতা একেবারে মানবসৃষ্ট” – উপদেষ্টা ফাওজুল কবির খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সেতু, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “চট্টগ্রামের জলাবদ্ধতা পুরোপুরি মানবসৃষ্ট। আগের নগর পিতারা ও সিডিএ চেয়ারম্যানদের খাল দখলের কারণেই আজ এই দুরবস্থা।”

মঙ্গলবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নিজস্ব অর্থায়নে পরিচালিত বির্জাখাল খনন ও পরিষ্কার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “আমি নিজে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, তখন কখনো এমন জলাবদ্ধতা দেখিনি। খাল দখল করে বাড়ি, দোকান, মার্কেট তৈরি করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর আমরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল ফিরিয়ে আনার কাজ করছি। সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা এখন পর্যন্ত ১০ হাজার ডাস্টবিন সরবরাহ করেছি। তবুও দেখা যাচ্ছে, খাল পরিষ্কারের পর আবারও ময়লা ফেলা হচ্ছে। এটা বরদাশত করা হবে না। বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছি—ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ময়লা ফেললে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ডাস্টবিন হারিয়ে গেলে সংশ্লিষ্ট এলাকাবাসীকে জরিমানা দিতে হবে।”

উপদেষ্টা নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জলাবদ্ধতা নিরসনে আমাদের কাজ চলবে। কিন্তু নাগরিকদের দায়িত্ব নিতে হবে খাল পরিষ্কার রাখার।”

জামায়াতের খাল খননের প্রশংসা মেয়রের

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “সবাইকে নিয়ে দল-মত নির্বিশেষে শহরকে সবুজ ও স্বাস্থ্যকর করতে চাই। জামায়াতে ইসলামীর এই উদ্যোগ প্রশংসনীয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “২৪ দিনের মধ্যে উপদেষ্টার পরিদর্শন আমাদের অনুপ্রাণিত করেছে। ৩ হাজার ফুটের মধ্যে ইতোমধ্যে প্রায় ১৮০০ ফুট খাল খনন কাজ সম্পন্ন হয়েছে। বাকিটুকু ঈদের আগেই শেষ করবো, ইনশাল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, প্রকৌশলী মোমিনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে উপদেষ্টা ফাওজুল কবির খান সরাসরি বির্জাখালের খনন ও পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন