২৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের দুই প্রেক্ষাগৃহে ‘মেইড ইন চিটাগং’

বিনোদন প্রতিবেদক »

কথা ছিলো, ১৮ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে দুটি ছবি মুক্তি পাবে। একটি প্রদীপ ঘোষ নির্মিত ‘বীরকন্যা প্রীতিলতা’, অন্যটি ইমরাউল রাফাতের ‘মেইড ইন চিটাগং’। তবে শেষ পর্যন্ত এ সপ্তাহে দ্বিতীয় ছবিটিই দেখলো আলোর মুখ। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ।

শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হাস্য-রসাত্মক চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’ ছবিটি মুক্তি পেয়েছে। চট্টগ্রামেরই দুটি প্রেক্ষাগৃহ— সুগন্ধা সিনেমা হল ও ফিনলের সিলভার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। পরবর্তীতে ঢাকার প্রেক্ষাগৃহেও ছবিটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি নিয়েই নির্মিত হয়েছে ‘মেইড ইন চিটাগং’। নির্মাতা ইমরাউল রাফাতের মতে, এই ছবিতে চট্টগ্রাম অঞ্চলের মেজবান, জব্বারের বলীখেলা কিংবা বেলা বিস্কুটের প্রেম ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

নির্মাতার ভাষ্য, ‘আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেকগুলো ধারাবাহিক প্রচারিত হলেও এটিই প্রথম চলচ্চিত্র। ‘মেইড ইন চিটাগং’ ড্রামা সিরিজটি সবাই যেমন পছন্দ করেছিলেন, আশা করছি চলচ্চিত্রটিও সবার ভালো লাগবে।’

কমেডি ঘরানার ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। এই প্রথম কোনও সিনেমায় নায়কের ভূমিকায় কাজ করলেন ব্যান্ড তারকা পার্থ। এমনকি ছবিটির গান ‘ফেট ফুরেদ্দে তোঁয়াল্যাই’তে অপর্ণার সঙ্গে নাচের মুদ্রাও দিয়েছেন তিনি। ইতোমধ্যে গানটি সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে।

ছবিটি সম্পর্কে পার্থ বড়ুয়া বলেন, ‘স্ক্রিপ্ট থেকে শুরু করে সব কিছুই করোনার আগে প্রস্তুত ছিল। চাটগাঁইয়া ভাষাটা এমনিতেই অনেকের কাছে দুর্বোধ্য। আমরা সাহস করে ছবিটা বানিয়েছি। মুক্তির আগে মনে হচ্ছে না খুব ভুল কিছু করেছি।’

অভিনেত্রী অপর্ণা ঘোষ বলেন, ‘ছবিতে ব্যবহার করা ‘ফেট ফুরেদ্দে তোঁয়াল্যাই’ গানে প্রথমবারের মতো কোমর দোলাতে দেখা গেছে পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষকে। ‘আমাদের কোরিওগ্রাফার ছিল প্রিন্স। ও আমাদের দিয়ে আসলে নাচটা করিয়ে নিয়েছে। কীভাবে কোমর দোলাতে হয়, কীভাবে হাতটা নাড়াতে হয়। যতক্ষণ না হয়েছে ও চেষ্টা করে গেছে। দাদা আর আমি নাচে একেবারেই আনাড়ি। তবে গানটি প্রকাশের পর ভালোই সাড়া পেলাম।’

‘মেইড ইন চিটাগং’র প্রায় সব শিল্পী-কুশলী চট্টগ্রামের। এই তালিকায় আছেন চিত্রলেখা গুহ, নাসিরউদ্দিন খানসহ অনেকে। তবে ভিন্ন অঞ্চলের হয়ে আছেন সাজু খাদেম। ছবিটি প্রযোজনা করেছেন এনামুল কবির সুজন। কিছুদিন পর এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।

আরও পড়ুন