৮ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেটকারে ব্রাশফায়ার, নিহত ২

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেটকারের গতিরোধ করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালিয়েছে। শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ৩টার দিকে গুলজার বেগম মোড়ে এ ঘটনা ঘটে।

প্রাইভেটকারে থাকা চারজন গুলিবিদ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হৃদয় ও রবিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েকজন যুবক ভারী অস্ত্র নিয়ে প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালায় এবং কিছুক্ষণের মধ্যে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন