জালালউদ্দিন সাগর »
গাড়িতে ওঠে বসলেন; জিজ্ঞেস করলেন, হ্যাল্লো, কেমন আছেন? জবাব দেবে গাড়ি। বলবে, ভালো আছি। ভদ্রতার খাতিরে আবার আপনাকে পাল্টা জিজ্ঞেসও করবে, আপনি?
গাড়ি স্টার্ট করবেন, লুকিং গ্লাস ঠিকঠাক নাই? মুখে বললেই ঠিক হয়ে যাবে লুকিং গ্লাস। বৃষ্টিভেজা সন্ধ্যায় অফিস থেকে ফিরছেন সয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে ইউপার্স।
গান শুনতে ইচ্ছে করছে খুব। রবীন্দ্র, নজরুল নাকি হেমন্ত শুনবেন-দিধাগ্রস্ত? চিন্তিত না হয়ে গানের দুটো লাইন মুখেই বলুন মূহুর্তেই ভেসে আসবে বাতাসে। চেনা সেই সুর। চেনা সেই কণ্ঠ।
বৃষ্টি থেমে গেছে; আকাশ দেখতে ইচ্ছে করছে খুব। হাত বাড়িয়ে সুইচ অন করার দরকার নাই। মুখেই বলুন, গাড়ির ছাদ খুলে যাবে নিজে নিজেই।
বাসা থেকে বের হয়ে অপরিচিত কোনো অফিসে যাবেন। পথও অপরিচিত? উদ্বিগ্ন হবার কিছু নেই। শুধু মুখেই কোম্পানির নাম আর ঠিকানাটা বলে দিন। সয়ংক্রিয়ভাবে গুগুল ম্যাপে আপনাকে যুক্ত কনে নিবে গাড়ি। ডান-বামে পথ দেখিয়ে নিয়ে যাবে গন্তব্যে।
শুধু কি তাই? চলতি পথে আপনি কোন পয়েন্টে আছেন ৩৬০ ডিগ্রিতে সাটেলাইটের মাধ্যমে মনিটরে তথ্য দেখাবে আপনাকে। এছাড়া গাড়িতে ওঠলে সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে দরজা। নামতে চাইলে মুখে বললেই দরজা খুলে দেবে সে-এমন সব চমকপ্রদ সুবিধা নিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করেছে পিএইচপি অটোমোবাইলের স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালস (এসইউভি) ক্যাটেগরির গাড়ি প্রোটন এক্স-৭০ জিপ। ভয়েস কমান্ডের মাধ্যমে গাড়িটি পরিচালনা করা যায় বলে টকিং গাড়ি হিসেবে বিশ্বের সর্বাধিক পরিচিত এই গাড়ি।
দেশের শীর্ষ শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলি কনসার্ন প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলের সংযোজিত এই গাড়িতে আরও রয়েছে দেড় লিটারের টার্বো ইঞ্জিন, ম্যানুয়েল মোডসহ সেভেন-স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন, প্যানারমিক সানপ্রুফ, ৩৬০ক্যামেরা অ্যান্ড পার্কিং সেন্সর, অটো ডুয়েলস জোন এয়ার কন্ডিশনিং, ছয়টি এয়ারব্যাগ, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম ও এয়ার পিউরিফায়ার সিস্টেম। এছাড়া দুর্ঘটনায় সতর্কতা করা ছাড়াও নিরাপত্তা দেবে প্রটোন-এক্স৭০।
গত ২১ জুন (রোববার) চট্টগ্রাম মহানগরের এশিয়ার হাইওয়ে সংলগ্ন পিএইচপি-প্রোটন শো রুমে প্রোটন এক্স-৭০ মডেলের গাড়িটি উম্মোচন করে পিএইচপি অটোমোবাইল।
পিএইচপি কর্তৃপক্ষ জানায়, প্রোটন এক্স-৭০ (২০২০) মডলের এই গাড়িতে বিক্রয়োত্তরসেবা হিসেবে ৫ বছরের ওয়ারেন্টি এবং ১ লাখ ৫০ হাজার কিলোমিটারের বিপরীতে ফি সার্ভিস ওয়ারেন্টি দেয়া হয়েছে।
এছাড়া চলতি পথে দূর্ঘটনা বা অন্য কোনো কারণে গাড়ি বন্ধ হয়ে গেলে ভোক্তা ফোন করার সাথে সাথে সাময়িক সময়ের জন্য অন্য একটি গাড়ি রিপ্লেসমেন্ট দিয়ে বন্ধ হয়ে যাওয়া গাড়িটি সার্ভিস সেন্টারে নিয়ে আসা হবে। গাড়ির যান্ত্রিক ত্রুটি ঠিক হয়ে গেলে ভোক্তাকে ফিরিয়ে দিয়ে রিপ্লেসমেন্টকৃত গাড়িটি ফিরিয়ে আনা হবে।
মুখের ভাষা বুঝে- এমন গাড়ি দেশের রাস্তায় এই প্রথম চলছে জানিয়ে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, প্রোটন এক্স-৭০ গাড়ি হাতের ব্যবহার কমিয়ে দিয়ে স্বচ্ছন্দে গাড়ি চালানোর অনুভূতি দিবে। এছাড়া আধুনিক প্রযুক্তির সর্ব্বোচ ব্যবহারের মাধমে ভোক্তার পর্যাপ্ত নিরাপত্তাসহ পরিবেশ দূষণরোধ করবে প্রোটন এক্স-৭০ জিপ।
পিএইচপি অটোমোবাইলের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের শো রুমে প্রোটন এক্স-৭০ গাড়িটি টেস্ট ড্রাইভের সুযোগ রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আধুনিক ফিচার সম্বৃদ্ধ তিন ধরনের গাড়িটি ক্রয় মুল্য প্রিমিয়াম-৪১ লাখ ৯৮ হাজার ৮শ, এক্সিকিউটিভ-৩৯ লক্ষ ৯৮ হাজার ৮শ, স্টান্ডার্ড- ৩৭ লক্ষ ৯৮ হাজার ৮শত টাকা।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












