২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান-জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারে অভিযান চালিয়ে বেশি দামে বিক্রি, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অভিযোগে ছয় দোকানিকে জরিমানা করেছে ।

এর মধ্যে সাদিয়া ডিপার্টমেন্টকে ৬ হাজার, মেসার্স জীবন গ্রোসারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৫ হাজার টাকা করে জরিমানা গুনতে হয়েছে ৪ মাংসের দোকানিকে।

মেসার্স জীবন গ্রোসারি নামে এক মুদির দোকানের সত্ত্বাধিকারী সাংবাদিকদের বলেন, ‘বলির পাঁঠা হয় ছোট দোকানদাররা। বড়দের কেউ ধরে না। যারা আমাদের কাছে বিক্রি করে তাদের মনিটরিং করা হয় না।’

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ফয়েজ উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে একটি বিষয় শোনা যাচ্ছে যে, বাজারে তেল পাওয়া যাচ্ছে না। আমরা এখানে এসে সব প্রতিষ্ঠানে দেখেছি তেল পর্যাপ্ত আছে। একটি প্রতিষ্ঠানে তেলে বোতলের ওপর প্রকৃত মূল্য মুছে দিয়ে বাড়তি দামে বিক্রির প্রমাণ আমরা পেয়েছি। আমরা ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেছি।’

তিনি আরো বলেন ‘আমরা একটি খুচরা দোকানে গিয়েও সাড়ে ৬০০ লিটার তেল পেয়েছি। এটা থেকে স্পষ্ট যে, বাজারে প্রচুর পরিমাণে তেল সরবরাহ হচ্ছে। বিক্রেতাদের দায়িত্ব হচ্ছে কোনো প্রকার কারচুপি না করে এ তেল বিক্রি করা। কোনো প্রকার কারচুপি করার চেষ্টা করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

আরও পড়ুন