বাংলাধারা প্রতিবেদন »
দেশের অন্যান্য স্থানের মত চট্টগ্রামের বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা সংগ্রামে শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ প্রমুখ।
সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে উৎযাপিত হয়েছে ৪৮তম মহান বিজয় দিবস।
সোমবার ভোর ৬ টায় উপজেলা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানিক সূচনা করেন সাংসদ দিদারুল আলম। এরপর উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন,নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়,সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক,পৌরমেয়র বদিউল আলম, সীতাকুণ্ড থানা এএসপি সার্কেল শম্পা রানী সাহা,ওসি ফিরোজ হোসেন মোল্লা, দেলওয়ার হোসেন মোল্লা,উপজেলা আ’লীগের সভাপতি আবদুল্লা আল বাঁকের ভূইয়া শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও সীতাকুণ্ড প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, বার আউলিয়া হাইওয়ে থানা,ফায়ার সার্ভিসসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান।
ফুলেল শ্রদ্ধার পরপরেই সকাল ৮ টায় সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের সভাপতিত্বে কুচকাওয়াজ ও দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক,সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা,ওসি (তদন্ত) শামীম শেখ, ওসি (ইন্টেলিজেন্ট) সুমন বনিক,মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.নুরুচ্ছোপা,সহকারী শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন সোহেল, সীতাকু- প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, আনসার ভিডিবি কর্মকর্তা মো.আমির হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ্ আলম প্রমূখ।
প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠানের পরপরেই উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হয়,এছাড়াও একক ও দলীয় নৃত্য, চেয়ার খেলা এবং যেমন খুশি তেমন সাজো প্রদর্শন করা হয়। এতে বিজয়ী সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
বাংলাধারা/এফএস/টিএম













