বাংলাধারা প্রতিবেদন »
করোনা প্রতিরোধে রেড জোনে অন্তর্ভূক্ত চট্টগ্রাম মহানগরীর ১০ ওয়ার্ড ও রেড-ইয়েলো জোনসহ মোট ১৩ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
সোমবার (১৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেড ও ইয়েলো জোনে অবস্থিত সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত বা বেসরকারি দপ্তর এবং এ দুই এলাকায় বসবাসকারী বর্ণিত দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তাছাড়া ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আগের মতোই গণপরিবহন ও সরকারি-বেসরকারি অফিস সীমিত করে জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসময় সাপ্তাহিক ছুটি নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে।
বাংলাধারা/এফএস/টিএম













