৩১ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের স্কুলে স্কুলে পোঁছে যাচ্ছে নতুন বই, বিতরণ কাল

বাংলাধারা প্রতিবেদন  »

করোনা মহামারির মধ্যেও নতুন বছরের শুরুতে চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২৩ লাখ ৭৮ হাজার ২৯৮ জন শিক্ষার্থীকে ২ কোটি ৩৭ হাজার ৭৩৬টি নতুন বই দিচ্ছে সরকার। ইতিমধ্যে স্কুলে স্কুলে পোঁছিয়ে দেওয়া হচ্ছে নতুন বই।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে এসব নতুন বই তুলে দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এবার জেলা প্রথমিক শিক্ষা অফিসের তত্বাবধানে চট্টগ্রামের ৪ হাজার ৩৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ লাখ ৫ হাজার ৭২৯ জন শিক্ষার্থীকে ৪৫ লাখ ৯৮ হাজার ১৩৯টি নতুন বই দেওয়া হবে।

অন্যদিকে ইংরেজি ভার্সনের ৮১টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৩০২ জন শিক্ষার্থী ৮০ হাজার ১৭৮টি নতুন বই পাবে। এছাড়া প্রাক-প্রাথমিকের ১ লাখ ৬১ হাজার ৭১৪ জন শিক্ষার্থীকে ১ লাখ ৬১ হাজার ৭১৪টি নতুন বই দেওয়া হবে।

সব মিলিয়ে প্রাথমিক স্তরের ১১ লাখ ৮২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী সরকারিভাবে বিনামূল্যে ৪৮ লাখ ৪০ হাজার ৩১টি নতুন বই পাবে এ বছর।

জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। করোনার কারণে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে যাতে দেরি না হয়, সেজন্যও কাজ করছি। বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চাই আমরা।

বাংলাধারা/এফএস/এআর 

আরও পড়ুন