২৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের ১২ হাসপাতালকে করোনার চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের করোনা আক্রান্ত রোগীদের পুর্ণাঙ্গ চিকিৎসা দিতে মহানগরীর ১২টি বেসরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৫ জুন) হাইকোর্টের বিচারক জে বি এম হাসান এক রিটের পরিপ্রেক্ষিতে ভার্চুয়াল শুনানি শেষে ১২ হাসপাতালকে এ নির্দেশনা দেন।

এছাড়াও চট্টগ্রামের পুরো চিকিৎসা পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে তা প্রতিবেদন আকারে জমা দিতে সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জানা গেছে, চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসায় সু-ব্যবস্থার জন্য গত ১০ জুন হাইকোর্টে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাকির উদ্দিন ভূঁইয়া।

আদেশে যে ১২ হাসপাতালের নাম উল্লেখ রয়েছে সেগুলো হচ্ছে- পার্কভিউ হাসপাতাল, মেডিকেল সেন্টার, ইস্পেরিয়াল হাসপাতাল, সার্জিস্কোপ হাসপাতাল, ডেল্টা হাসপাতাল, সিএসটিসি হাসপাতাল, সিএসসিআর হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, এশিয়ান হাসপাতাল, ওয়েল হাসপাতাল, মেট্টোপলিটন হাসপাতাল ও ম্যাক্স হাসপাতাল।

আইনজীবী বাকির উদ্দিন ভূঁইয়া গণাধ্যমকে বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসা না পেয়ে মানুষ মারা যাচ্ছেন। এমনটি পত্রপত্রিকার মাধ্যমে অবগত হয়ে হাইকোর্টে মানুষের চিকিৎসা নিশ্চিত চেয়ে রিট আবেদনটি করা হয়। আজ ১৫ জুন ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচারক এটির শুনানি করেন এবং ১২ হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসা দিতে নির্দেশ দেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন