৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের ১৬ থানার গেটে বসেছে জীবাণুনাশক টানেল

বাংলাধারা প্রতিবেদন »  

করোনায় চট্টগ্রাম নগরে ব্যাপকহারে পুলিশ আক্রান্ত হচ্ছে। পুলিশ আক্রান্ত হলে সেবা দেওয়া ব্যাহত হবে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্দর নগরী চট্টগ্রামের ১৬ টি থানার প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে জীবাণুনাশক টানেল।

শুক্রবার (১৫ মে) চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সেবাদানকারী সংস্থা পুলিশ ও ডাক্তার জীবনের ঝুঁকি নিয়ে করোনার সাথে যুদ্ধ করছে। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। থানায় জীবাণুনাশক টানেল বসানোতে পুলিশ সদস্যদের আর করোনার ভয় থাকবে না। আমাদের এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নে মনোযোগ দিয়ে কাজ করতে পারবে।

জেলার সব থানায় জীবাণুনাশক টানেল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন