২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের ৫ লাখ পোশাক শ্রমিক পেলো গণটিকার প্রথম ডোজ

বাংলাধারা প্রতিবেদক »

করোনা সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামস্থ সকল পোশাক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারিদের গণটিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। চট্টগ্রামস্থ ৩৫০টি চালু পোশাক শিল্প কারখানায় প্রায় ৫ লাখ শ্রমিককে প্রথম ডোজ কোভিড গণটিকা প্রদান করা হয়

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সার্বিক নির্দেশনায় এ গণটিকাদান কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। চট্টগ্রামের গার্মেন্টস সেক্টরে এ গণটিকাদান কর্মসূচী গ্রহণে সহযোগিতা করায় মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়াও চট্টগ্রামের পোশাক শিল্পের মালিক শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতিও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় বাকলিয়া থানার রাজাখালী এলাকায়র দি নীড এ্যাপারেলস (প্রা.) লি.-এ বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী শ্রমিকদের মাঝে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দি নীড এ্যাপারেলস (প্রা.) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ ওয়াজসহ বিজিএমইএ’র কর্মকর্তাগণ ও বিজিএমইএ হাসপাতালের মেডিকেল টীমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ ছাড়া কারখানা চলবে না, কারখানা না চললে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। তাই বিজিএমইএ চট্টগ্রামস্থ পোশাক শিল্প শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ গণটিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে, যা গত ২৩ নভেম্বর শুরু হয়েছে।

তিনি এ কার্যক্রম বাস্তবায়নে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও চট্টগ্রামের সিভিল সার্জনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ইপিজেডসহ বিজিএমইএ’র সদস্যভুক্ত চট্টগ্রামস্থ ৩৫০টি চালু পোশাক শিল্প কারখানায় প্রায় ৫ লাখ শ্রমিককে প্রথম ডোজ কোভিড গণটিকা প্রদান করা হয়।

আরও পড়ুন