পবিত্র ঈদুল আযহা সামনে রেখে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। যাত্রীদের ন্যায্য ভাড়া নিশ্চিত ও যাতায়াতে স্বস্তি ফেরাতে এই উদ্যোগ নেয়া হয়, বিআরটিএ’র সহযোগিতায়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মঈনুল হাসান, জনাব রাইয়ান ফেরদৌস ও জনাব সুব্রত হালদার।
সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী সঠিক ভাড়ার তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ভাড়া আদায়, রুট পারমিট ছাড়া যানবাহন পরিচালনার মতো বিষয়গুলোতে সর্তক করা হয় সংশ্লিষ্টদের। তবে গুরুতর কোনো অপরাধ না পাওয়ায় এদিন বাস পরিবহন সেক্টরে মামলা হয়নি।
অভিযান চলাকালে এলাকাটিতে বাজার তদারকিও করা হয়। মূল্যতালিকা না রাখা, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকায় তিনটি মামলায় মোট ১৪,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, ঈদ কেন্দ্রিক ভোগান্তি কমাতে এবং নগরবাসীর নিরাপত্তা ও সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এআরই/বাংলাধারা