২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো মিডিয়া ক্রিকেট ফেস্ট, কাউন্সিলর লিটনের অভিনন্দন

চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের ফাইনাল খেলায় অংশ নিয়ে বীর চট্টলা চ্যাম্পিয়ন ও বাংলাধারা রানারআপ হওয়ায় উভয় দলকেই অভিনন্দন জানিয়েছেন ২৫ নং রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর ও ১ নং প্যানেল মেয়র আবদুস সবুর লিটন। শনিবার (১৬ ডিসেম্বর) নগরীর চান্দগাঁও ফরচুন স্পোর্টস এরেনা মাঠে বীর চট্টলার বিপক্ষে মাঠে নেমে রানারআপ হয় বাংলাধারা।

মিডিয়া ক্রিকেট ফেস্টে অংশ নেওয়া দলগুলোকে অভিনন্দন জানিয়ে কাউন্সিলর আবদুস সবুর লিটন বলেন, ক্রিকেট ফেস্টে অংশ নেওয়া ৮টি দলের মধ্যে ধারাবাহিক অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে শক্তিশালী অনেকগুলো প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ ফাইনালে যায় বীর চট্টলা ও বাংলাধারা স্পোর্টস। ফাইনালে দুই শক্ত প্রতিপক্ষ একে অপরের বিপক্ষে দুর্দান্ত খেলেছে। চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট সুন্দরমত সম্পন্ন হওয়ায় সকল খেলোয়াড়, ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আমি আশাবাদী, আগামীতে এ আয়োজন আরো অংশগ্রহণমূলক ও সাফল্যমণ্ডিত হবে।

চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টে টানা ম্যাচ জিতে ফাইনালে যায় বাংলাধারা টিম। ফাইনাল খেলায় টস জিতে বীর চট্টলার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাধারা স্পোর্টস। বাংলাধারা বীর চট্টলার জন্য ১১৭ রানের লক্ষ্য ছুড়ে দিলে লক্ষ্য পূরণ করে চ্যাম্পিয়নের খাতায় নাম লেখায় বীর চট্টলা টিম।

খেলায় বাংলাধারা টিমে ছিলেন, কামরুজাজমান রনি (অধিনায়ক), শাহ আব্দুল্লাহ আল রাহাত, সাকিব, রাহাত, ইমরান, জনি, তুষার, সাহিন, নাবিল, তানিয়া, নদী।

বীর চট্টলার টিমে ছিলেন, মেহেদী হাসান ফাহিম (অধিনায়ক), জিয়া, মিনহাজ, জাহিদ, নিশান, ইয়াজদান আহমেদ, তাহমিদ, মেহেদি, নান্নু, নিরশাত, কেয়া।

প্রসঙ্গত, মিডিয়াকর্মী, কনটেন্ট ক্রিয়েটর, মিউজিসিয়ান, নৃত্যু-ফ্যাশন ও মডেলদের অংশগ্রহণে শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী চলে এ টুর্নামেন্টে। চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টে অংশ নেওয়া দলগুলো হলো-মঞ্জুরুল হকের বীর চট্টলা রাইডার (ক্যাপ্টেন ফাহিম), ফরহাদ হাসানের ক্লাউড ওয়ান ভাইকিংস (ক্যাপটেন নেওয়াজ হাসান), মিলটন দাস বিজয়ের বাংলা কিংস (ক্যাপটেন উঃস), আলী আকবরের গিফজি নাইট রাইডার্স (ক্যাপটেইন আনিস উল্লাহ), ফেরদৌস শিপনের বাংলাধারা (ক্যাপটেন কামরুজ্জামান রনি) , প্রিয়াঙ্কা চৌধুরীর এইম ফাইটার্স (ক্যাপটেন শোভন), তানভির ইসলাম মামুনের শেফ সিগন্যাচার সুপার কিং (ক্যাপটেন ইকবাল) ও রায়হানের ওয়েসিস চ্যালেঞ্জার (ক্যাপটেন পিরান খান)।

 

আরও পড়ুন