চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় অভিনব কৌশলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে এক পথচারী রিকশায় যাওয়ার সময় দুই ব্যক্তি তাকে সালাম দিয়ে থামিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিবার ভোররাতে হামজারবাগ এলাকা থেকে প্রধান অভিযুক্ত মো. শাকিল আহম্মদ ওরফে সাজুকে (৪৮) গ্রেপ্তার করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পরিদর্শক ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে চুরি, ছিনতাই ও অস্ত্র মামলাসহ একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এ ঘটনায় জড়িত অপর আরেকজন, মো. আলমগীর, এখনো পলাতক। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
এই ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে।