আনোয়ারা প্রতিনিধি »
শ্বাস-কষ্ট নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করা আনোয়ারার যুবক শরীফ মোহাম্মদের করোনা নেগেটিভ বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমদ।
ইউএনও জানান, গতকাল রোববার সন্ধ্যায় মধ্যম শিলায়গড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে শরীফ মোহাম্মদকে শ্বাস-কষ্ট জনিত রোগে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শরীফের মৃত্যু হয়। কর্তব্যরত ডাক্তার করোনা উপসর্গ আছে সন্দেহে বিআইটিআইডিতে নমুনা পাঠিয়েছেন। সন্ধ্যায় বিআইটিআইডি রিপোর্টে জানা যায় শরীফের করোনা নেগেটিভ।
ইউএনও শেখ জুবায়ের আহমদ আনোয়ারাবাসীর উদ্দেশে বলেন, সবাই যাতে ঘরে অবস্থান করে। প্রয়োজনে ইউএনও ও উপজেলা কন্ট্রোল রুমে ফোন করে সহায়তা নেওয়ার জন্য। উপজেলা প্রশাসন সব সময় পাশে আছেন বলেও ভরসা দেন ইউএনও।
উল্লেখ্য, শরীফের করোনা উপসর্গ সন্দেহে রবিবার মধ্যরাত থেকে শিলায়গড়া এলাকায় ১০টি ঘর লকডাউন করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













