২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে আইসোলেশনে মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ মারা গেছেন। তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত করতে পারেননি।

তিনি বলেন, ‘প্রায় ৬০ বছর বয়সী এই ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিলেন। আজ বিকেল ৩টায় তার মৃত্যু হয়। তার নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার গভীর রাতে নিউমোনিয়ায় আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে জানিয়েছেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম। রোববার রাতে ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আনোয়ারার মধ্যম শিলাইগড়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চমেকে মারা যাওয়া নিউমোনিয়া আক্রান্ত যুবক এবং জেনারেল হাসপাতালে মারা যাওয়া মুক্তিযোদ্ধার নমুনা করোনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন