চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে নগরের বিভিন্ন থানা এলাকা থেকে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ বলছে, তাদের বেশিরভাগ অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত।
গ্রেপ্তাররা হলেন— রানা চৌধুরী মাইকেল (৩৭), হারুনুর রশিদ প্রকাশ সজীব (২৮), মনির উদ্দিন নাদিম প্রকাশ তাসমির (১৯), সৈয়দ মোহাম্মদ আবুল ইয়ারুজ (৩৯), শাহারান (৩১), আব্দুল করিম জুয়েল (৩১), মো. ইমরান হোসেন (৩৫), মো. মোশারফ হোসেন (৪২), মো. আবদুল গোফরান কচি (৩৮), মো: নাঈম (২৭), মো. ইমরান (৩৬), মো. তাজুল ইসলাম (৫০), মো. জামাল উদ্দিন (৪০), নয়ন দাশ (২৮), সুকুমার দাস (৩৮), মো. জামাল হোসেন (৩৩), মো. সামির (১৯), মো. বেলাল উদ্দিন (৩৭), মো. লোকমান (৪২), মো. মোকলেছুর রহমান (৪৭), নুরুল ইসলাম বালা (৪২), মোহাম্মদ আবুল বশর (৪১), মো. নাছির (৪৪), মো. আবু তাহের (৪২), মোক্তার হোসেন (৩৬), মো. হেলাল উদ্দিন (৫০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মনির (২৮) ও মো. মানিক (৩২)।
এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।













