বাংলাধারা প্রতিবেদন »
করোনা পরিস্থিতিতে একদিকে সামাজিক দূরত্ব বজায় রাখা, অন্যদিকে ন্যায়বিচার যাতে লঙ্ঘন রোধ করতে বিচার প্রক্রিয়া চালু রাখতে ভার্চুয়াল পদ্ধতিতে মামলার কার্যক্রম পরিচালনায় বিশদ নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টা থেকে শুরু হবে ভার্চুয়াল কোর্ট।
জানা যায়, ভার্চুয়াল পদ্ধতির আদালতে শুরুর দিকে শুধু জামিন শুনানি পরিচালিত হবে। পরবর্তী মামলার বিচার (ট্রায়াল), বিচারিক অনুসন্ধান (ইনকোয়ারি), যুক্তিতর্ক (আরগুমেন্ট) ও রায়সহ মামলার যাবতীয় কার্যাবলী পরিচালনার প্রস্তুতি চলছে।
আইনজীবী টিআর খান বলেছেন, ভার্চুয়াল কোর্টে নিম্ন আদালতে প্রাকটিসিং আইনজীবীরা অনেক সমস্যা ফেস করবে। অনেকের কাছেই আমাদের ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, স্মার্টফোন নেই। নেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। এছাড়া অনলাইন সুবিধাও অনেকেরই নেই। অনেক সিনিয়র আইনজীবী জীবনে কোনদিন স্মার্টফোন ব্যবহারই করেন নি। কম্পিউটার দক্ষতা বা এ বিষয়ক জ্ঞান আছে কিছুসংখ্যক তরুণ আইনজীবীর। বাকিরা ভার্চুয়াল কোর্টের ব্যাপারটাই বুঝতে পারছেন না।
এ বিষয়ে জেলা লিগ্যাল এইড অফিসার (বান্দরবান) মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী বলেন, ভার্চুয়াল কোর্ট সন্দেহাতীতভাবেই বিচার বিভাগের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে। বিশেষ করে করোনার সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করায় এটি সহায়ক হবে।
তিনি আরও বলেন, নতুন কোন পদ্ধতি এলে সেখানে গ্যাপ থাকে। কিছু জটিলতাও সৃষ্টি হয়। কিন্তু করোনার এই আপৎকালে মাননীয় প্রধানমন্ত্রীসহ ভার্চুয়াল কোর্টের নেপথ্যে যারা ভূমিকা রেখেছেন সেটি খুবই প্রশংসার দাবি রাখে।
বাংলাধারা/এফএস/টিএম













