ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে আবারও জলজট দেখা দিয়েছে। রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া, হালিশহর, ষোলশহর ও শুলকবহরসহসড়কে সড়কে জলজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীসহ কর্মজীবী মানুষরা।
রোববার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিওটি অ্যাসিস্ট্যান্ট মাহমুদুল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৩.৯ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে জলজটে ভোগান্তিতে পড়েছে আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। মো. সাকিব নামের এক পরীক্ষার্থী জানায়, বাসা থেকে বের হয়ে দেখছি হাঁটুপানি। একটু পানি জমলেই যান সংকট দেখা দেয়। রিক্সাভাড়া বেড়েছে কয়েকগুণ। ঠিক সময়ে কেন্দ্রে পৌছাতে ২০ টাকার ভাড়া ৬০ টাকা দিতে হয়েছে।
রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ী বলেন, সারারাত টানা বৃষ্টিপাত হওয়ায়, সড়ক পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন মার্কেটে পানি ঢুকে পড়েছে। এতে করে দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে।
নজরুল ইসলাম নামের এক সরকারী চাকরিজীবী বলেন, রোববার সাপ্তাহের প্রথম কর্মদিবস। অফিসে যোগ দিতে ভোরে ওঠে শহরে এসেছি। বাস থেকে নেমে স্বাভাবিক হাটাচলার মতো পরিস্থিতি নেই। সড়কে ময়লা পানি। রিক্সার সন্ধান করছি।













