বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে করোনার সংক্রমণ হার কমলেও প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, এদিন চট্টগ্রামে ১ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৩ দশমিক ৮১ শতাংশ। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৯৪ জন মহানগর এলাকায় এবং ৫০ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও এখনও শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম’
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, সকলেই স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আবারও বাড়তে পারে। তাই সকলেরই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।
বাংলাধারা/এফএস/এফএস













