জাতীয় সম্প্রচার নীতিমালা অমান্য করায় চট্টগ্রামে অভিযান চালিয়ে আরও একটি আইপি টিভির কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে নগরীর লাভ লেইন আবেদিন কলোনি এলাকায় অবস্থিত চট্টলা টিভি নামে ওই অনলাইন টিভির কার্যালয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ও হিমাদ্রী খীসা এ অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা লঙ্ঘন করে করে গড়ে ওঠা এই ‘ভুঁইফোড়’ অনলাইন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার নির্দেশনায় এ অভিযান চালানো হয়। চট্টলা টিভি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে কাজ করার নামে চাঁদাবাজি ও ভূমি দস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডকে পুঁজি করে পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের থেকে আর্থিক ফায়দা লোটার অভিযোগ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে চট্টলা টিভি জাতীয় সম্প্রচার নীতিমালা লঙ্ঘন করে তথ্য-উপাত্ত ও কনটেন্ট সম্প্রচার করে আসায় তাদের অফিস বন্ধ করা হয়েছে।’
এর আগে গত রোববার নগরীতে অভিযান চালিয়ে সি-ভিশন, এসবি টিভি, টুয়েন্টিফোর টিভি, দৈনিক অর্থনীতি ও সিপ্লাস টিভি’র অফিসে অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। এ সময় জব্দ করা হয়েছে অফিসের মাইক্রোফোন, ক্যামেরা ও কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম।
				












