২৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে আরও এক করোনা রোগীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ফুটবলার মোহাম্মদ হাশেম (৭৪) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৬ মে) সকালে হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ হাশেম কক্সবাজার শহরের টেকপাড়া মাস্টার বাড়ির মোহাম্মদ জাকারিয়া মাস্টারের সন্তান।

গত ১৭ মে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হলে তাকে দ্রুত কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়। ফৌজদারহাটের বিআইটিআইডিতে তার চিকিৎসা শুরু হয়।

পরে অবস্থার অবনতি ঘটলে সোমবার (২৫ মে) তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন