বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪৮৯টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬১ শতাংশ। নতুন আক্রান্ত ২ জন মহানগর এবং ১ জন ফটিকছড়ির বাসিন্দা।
বুধবার (২৩ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এসব তথ্য জানানো হয়।
এসময়ে অ্যান্টিজেন টেস্ট সহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬১৩ জন। এর মধ্যে মহানগরে ৯২ হাজার ৮২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৩১ জন। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এর মধ্যে মহানগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।













