বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রােম গত ২৪ ঘণ্টায় ৪৬২টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। শুক্রবার (২৪ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৩৭ জন মহানগর এলাকার এবং ৩ জন বাঁশখালী, আনোয়ারা ও রাউজান উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৮৮৭ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৩৩৭ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৫০ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।