২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে আরও ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫০ জনে। ইতোমধ্যে এ রোগে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের আইসোলেশন এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা পরিস্থিতিতে নাগরিকদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন