২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ইতালি ফেরত ৭ জন হোম কোয়ারেন্টাইনে

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে ইতালি ফেরত ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা গত রোববার (৮ মার্চ) তারা বাংলাদেশে আসেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এই ৭ জনের মধ্যে কয়েকজন নিজ থেকে যোগাযোগ করেছেন। তাদেরকে নিজ বাসায় (হোম) কোয়ারেন্টাইনে থাকার জন্য বলেছি। তাদের অন্তত ১৫দিন থাকার জন্য বলা হয়েছে।

তিনি বলেন, ইতালি ফেরত এই ৭ জনের ফোন নম্বর রাখা হয়েছে। তাদের ফোন নম্বর সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দেয়া হয়েছে। তারা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

বাংলাধারা/এফএন/টিএম

আরও পড়ুন