পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও উৎসবের আমেজে ভাসছে চট্টগ্রাম নগর। সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে নগরবাসী ছুটে যাচ্ছেন বিভিন্ন বিনোদনকেন্দ্রে। চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়’স লেক, পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল বোট ক্লাবসহ নানা স্থানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
বিশেষ করে শিশুদের মাঝে ঈদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। নানা রঙের পোশাকে সেজে তারা বাবা-মায়ের হাত ধরে পার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছে। বিনোদন কেন্দ্রগুলোর রাইডগুলোতে ছিল দীর্ঘ লাইন, আর চিড়িয়াখানায় প্রিয় প্রাণীদের সামনে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িক ছিল চোখে পড়ার মতো।
ফয়’স লেকে ঘুরতে আসা এক দর্শনার্থী স্মিতা জানান, ‘কোরবানির ছুটিতে পরিবার নিয়ে একটু সময় কাটানোর জন্য এসেছি। বাচ্চারা দারুণ আনন্দ করছে।’ পতেঙ্গা সমুদ্র সৈকতে পরিবারসহ বেড়াতে আসা জাফর বলেন, ‘অনেকদিন পর এমন খোলা পরিবেশে এসে মনটা জুড়িয়ে গেল। সবাই মিলে ছবি তুলছি, গল্প করছি, একসঙ্গে সময় কাটাচ্ছি—এটাই ঈদের আনন্দ।’
চট্টগ্রাম চিড়িয়াখানায় ছিল প্রাণবন্ত পরিবেশ। বাঘ, সিংহ, হরিণ, বানরসহ নানা ধরনের পশু-পাখি দেখতে শিশুদের আগ্রহ ছিল প্রবল। অনেক পরিবারই জানান, পশু-পাখির প্রতি শিশুদের আগ্রহ থেকেই তারা চিড়িয়াখানায় এসেছেন।
এছাড়া নগরের বিভিন্ন রেস্তোরাঁ ও ফুড কোর্টগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে নানা অফার ও ছাড়ে সেগুলো হয়ে ওঠে জমজমাট।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল তৎপর। প্রতিটি বিনোদন কেন্দ্রে নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, যাতে সবার ঈদ উদযাপন হয় নিরাপদ ও নির্বিঘ্ন।
এআরই/বাংলাধারা