পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরীতে স্বাভাবিক সময়ের চেয়ে দেড়গুণ বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব ইউনিট মাঠে থাকবে, পাশাপাশি থাকবে সাদা পোশাকের পুলিশ সদস্যরাও।
সিএমপি সূত্র জানায়, রমজানের শুরু থেকেই নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। মধ্য রমজান থেকে মার্কেট ও শপিংমল কেন্দ্রিক নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ঈদের ছুটির শুরুতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) মাহমুদা বেগম জানান, ‘রমজানের শেষ ১০ দিনে মার্কেটগুলোতে প্রচুর ভিড় থাকে, তাই পেট্রল টিম কাজ করছে। এছাড়া, বাস টার্মিনালে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে মানুষ নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারে।’
ঘরমুখো মানুষের নিরাপত্তা
সিএমপির বিশেষ শাখার উপ-কমিশনার মোখলেছুর রহমান বলেন, ‘ঈদে নগরী অনেকটা ফাঁকা হয়ে যায়, তাই নাগরিকদের নিজ উদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সিসিটিভি ক্যামেরা থাকলে তা দেশের যেকোনো স্থান থেকে পর্যবেক্ষণ করা সম্ভব।’
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে ২০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া, সিটিএসবির (CTSB) ২০০ সদস্য মাঠে থাকবে ঈদের জামাত, বিনোদন কেন্দ্র এবং ফাঁকা নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে।
সিএমপির বিশেষ নির্দেশনা
ঈদের ছুটিতে নগরীর বাসিন্দাদের নিজ বাড়ি ও প্রতিষ্ঠান নিরাপদ রাখতে কিছু নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ:
- বাসার দরজায় অতিরিক্ত লক বা তালা ব্যবহার করুন।
- নগদ টাকা ও স্বর্ণালংকার নিরাপদ স্থানে সংরক্ষণ করুন।
- সিসিটিভি ক্যামেরা, অ্যালার্ম সিস্টেমসহ ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুন।
- আবাসিক এলাকায় অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করুন এবং তাদের জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ করুন।
- সন্দেহজনক ব্যক্তিকে দেখলে তাৎক্ষণিক থানায় জানান।
- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে:
- প্রতিটি প্রতিষ্ঠানে পালাক্রমে একজন অফিসার নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন।
- ব্যাংকের ভল্টে সিসিটিভি ক্যামেরার কভারেজ নিশ্চিত করা হবে।
- সন্দেহজনক কিছু নজরে এলে নিকটস্থ থানায় জানানো হবে।
নগরীর নিরাপত্তার স্বার্থে সিএমপি স্পেশাল কন্ট্রোল হটলাইন: 01320-057998, 01320-054384
এছাড়া, জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পরামর্শ দেওয়া হয়েছে।
সিএমপি আশা প্রকাশ করেছে, এসব ব্যবস্থা গ্রহণের ফলে নগরবাসী নিরাপদে এবং স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবেন।
এআরই/বাংলাধারা