বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে করোনায় আরো চার জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২১৭ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা ৬ হাজার ৬৯৯ জন। আর মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ১৪৮।
গত ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন আরো ৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৩২৯৯ জন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের পাঁচটি ল্যাবে মোট ৯২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে ২১৭ জনের। নতুন আক্রান্ত ১৬৪ জন মহানগরীর বাসিন্দা। বাকি ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মোট ১০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ পাওয়া গেছে ৪০ জনের। বিআইটিআইডিতে ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ৫৫ জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ২৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে করোনা সংক্রমণ পাওয়া গেছে ৭৬ জনের।
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫২ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ২০ জনের নমুনায়। বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













