চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২০টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জনে।
মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এদিন চট্টগ্রামের ১০টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে ১৪ জন নগর এলাকার ও একজন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত শনাক্ত হওয়া ১৬০ জনের মধ্যে ১৪৫ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া মোট ৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩ জন নগর এলাকার এবং ৪ জন উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগ বলছে, সংক্রমণ পরিস্থিতির দিকে নজর রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে সাধারণ জনগণকে।
এআরই/বাংলাধারা