বাংলাধারা প্রতিবেদন »
গত ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে চট্টগ্রামে। এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৮৫৭ জন হোম কোয়ারেন্টাইনে।
শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি মিয়া এ তথ্য জানান।
এদিকে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হচ্ছে এবং আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানা গেছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













