২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ৪ হাজার!

আগামীকাল বৃহস্পতিবার(১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এক লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় ৪ হাজার ৯৭ জন কম।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার চট্টগ্রামের এক হাজার ১৬৪টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছর এই সংখ্যা ছিল এক লাখ ৪৫ হাজার ২৪ জন।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, “পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ওএমআর শিটসহ প্রয়োজনীয় সব খাতাপত্র কেন্দ্রে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “ঈদের ছুটির আগেই কেন্দ্র সচিবদের সঙ্গে বৈঠক হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে নিতে। কেন্দ্র পরিদর্শনে থাকবে বিশেষ ভিজিল্যান্স টিম।”

পরীক্ষার দিনে প্রশ্নপত্র ট্রেজারি থেকে সংগ্রহ করে সকালেই কেন্দ্র সচিবদের মাধ্যমে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন পরীক্ষার্থীরা কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয় এবং সঙ্গে কোনো ইলেকট্রনিক ডিভাইস না রাখে।

সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে, পরীক্ষার দিনে কেন্দ্র সচিবের অনুমতি নিয়ে ছবি তোলার জন্য ক্যামেরা ছাড়া মোবাইল ফোন যেন কেন্দ্রে প্রবেশ না করে।

বিভাগভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা:ব্যবসায় শিক্ষা: ৫৭,৪৬৬ জন, মানবিক বিভাগ: ৪৭,৯০৩ জন,বিজ্ঞান বিভাগ: ৩৫,৫৫৮ জন।

জেলা ভিত্তিক অংশগ্রহণকারীর সংখ্যা:চট্টগ্রাম জেলা: ৯৯,২৪৬ জন (সর্বোচ্চ),কক্সবাজার: ২১,১৯৩ জন, রাঙামাটি: ৭,৯৭৪ জন,খাগড়াছড়ি: ৮,১৭৯ জন, বান্দরবান: ৪,৩৩৫ জন।

চট্টগ্রাম বোর্ডের অধীনে এবারও ছাত্রীদের অংশগ্রহণ ছেলেদের তুলনায় বেশি—ছাত্রী ৭৯,১৬২ জন, ছাত্র ৬১,৭৬৫ জন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন