বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) প্রথমদিন অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রামে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪০০ জন। বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলার নিয়মিত পরীক্ষার্থীর মাঝে চারশত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এদিকে, পরীক্ষায় অসুদপায় অবলম্বনের অপরাধে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১৯৬টি কেন্দ্রে ১ হাজার ৪৮টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৪৪ হাজার ৯০ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। নিয়মিত মোট ১ লাখ ২০ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থীর মাঝে প্রথমদিনে অংশ নিয়েছে ১ লাখ ২০ হাজার ৪৯৮ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবছর চট্টগ্রামে ১৯৬টি পরীক্ষাকেন্দ্র। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ১১৬টি, কক্সবাজারে ২৭টি, রাঙামাটি ১৯টি, খাগড়াছড়ি ২২টি ও বান্দরবানে ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘প্রথমদিনের (বাংলা প্রথমপত্র) পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪০০। এবার অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে অনেক কম। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। তবে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে খাগড়াছড়ির দীঘিনালা কেন্দ্রের বাবুছড়া উচ্চ বিদ্যালয়ের ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নানান কারণে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেন না। এর পিছনের সুনির্দিষ্টভাবে কারণ বলা সম্ভব না।
বাংলাধারা/এফএস/টিএম












