বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২.৯৩ শতাংশ।
বুধবার (১৩ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন আক্রান্ত ১৬ জন নগর এলাকার এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৮১৪ জন। এর মধ্যে নগরে ৯৩ হাজার ১২৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬৮৮ জন।
মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।