২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে করোনায় মৃত্যুহার কমেনিঃ সিভিল সার্জন

বাংলাধারা প্রতিবেদন»

করোনাভাইরাস আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ পাওয়া গেছে ৩০১ জনের শরীরে। মৃত্যু হয়েছে ১০ জনের। সংক্রমিতদের মধ্যে  ১৬১ জন নগরের এবং ১৪০ জন উপজেলার।

শুক্রবার (২০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এদিন চট্টগ্রামে ১০টি ল্যাবে ১ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়।  

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলাধারাকে বলেন, ‘চট্টগ্রামে করোনায় মৃত্যুহার কমেনি। উপজেলার মধ্যে রাউজানে গত ২৪ ঘন্টায় ৩৬ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।এছাড়া হাটহাজারীতে ২৪ জন, ফটিকছড়িতে ১৫ জন, সাতকানিয়ায় ২০ জন, চন্দনাইশ, লোহাগাড়া এবং বোয়ালখালীতে ৮ জন করে মোট ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।’

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১১৬ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ৫০৩ জন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন