৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে করোনার পরীক্ষার সিরিয়াল নিয়ে মারামারি

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা পরীক্ষার স্যাম্পল দেওয়ার সিরিয়াল ধরা নিয়ে মারামারি হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে । মারামারিতে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার ( ১ জুন ) সকালে ৯টার দিকে এই ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা করোনা পরীক্ষার সেম্পল দিতে গেলে সেখানকার লোকজন বলে আপনারা চলে যান। বাসায় গিয়ে ঔষধ খান। এক সপ্তাহ পরে আসেন। এ সময় সকাল ৯টার দিকে সিরিয়ালে দাঁড়ানো নিয়ে মারামারি হয়। মারামারিতে একজনের মাথা ফেটে যায়।

ঐ এলাকায় দায়িত্বরত কোতোয়ালী থানার এসআই ইমরান জানান, এই ধরণের কোন তথ্য আমাদের কাছে এখনো আসেনি।

উল্লেখ্য, প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক লোক পরীক্ষা করতে যাওয়া ও কর্তৃপক্ষের দুর্বল স্বাস্থ্য অবকাঠামোর কারণে এই ধরণের সমস্যা হচ্ছে বলে জানা যায় । এ বিষয়ে জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে কারও বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন