২৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হলেন জেলা প্রশাসনের আরডিসি

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাজমুন নাহার। শনিবার রাতে চট্টগ্রামে যে ৭৫ জনের করোনা পজিটিভ আসে তাদের মধ্যে তিনি একজন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়।

নাজমুন নাহারের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩ তম ব্যাচের কর্মকর্তা নাজমুন নাহার প্রথম চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা যিনি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

এদিকে করোনা শনাক্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন নাজমুন নাহার।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন