বাংলাধারা প্রতিবেদন »
বন্দর নগরী চট্টগ্রামে গত একদিনে নতুন করে ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৩৮৫ জনে।
শনিবার (১১ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনায় নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৫৮ জন এবং উপজেলায় ৩৪ জন রয়েছে।
চট্টগ্রামের ৬টি ও কক্সবাজারের ল্যাবে মোট ১ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা করা হয় এবং ১৯২ জনের করোনা শনাক্ত করা হয়।
এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুইজন। চট্টগ্রাম করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২১৪ জন।
বাংলাধারা/এফএস/টিএম













