বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. মুহিদ হাসান। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে দুইজন ডাক্তার মারা গেলেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদ হাসান সপ্তাহখানে ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন। তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। অন্যদিকে সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত দুই নারীর মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল বুধবার (৩ জুন) মেরিন সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এহসানুল করিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৮৬ জন মারা গিয়েছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৩৭ জন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













