বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করে ১০৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৫ দশমিক ৮৯ শতাংশ। এদিন করোনায় ১ জন মৃত্যু হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮৮ জন মহানগর এলাকার ও ১৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৮৪ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৬৬৩ জন এবং উপজেলায় ২৮ হাজার ৪২১ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৪ জনের মধ্যে ৭২৪ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।













