২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে করোনায় নতুন সনাক্ত ৪৩৮ জন, ১১ জনের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৫০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৩৮ জনের। সংক্রমণের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৪৮২ জন। এদিন করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের।

মঙ্গলবার (১৭ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ দিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। ,

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৬৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৩২টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৭৯ জন এবং উপজেলায় ১৫৯ জন। এ ছাড়া করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। এর মধ্যে ৭ জন উপজেলায় এবং ৪ জন নগরের।‘

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন