বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এইদিন মৃত্যুবরণ করেছেন ৪ জন।
শনিবার (২১ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৬০৬টি। নতুন আক্রান্তদের মধ্যে ২০৮ জন মহানগর এলাকার এবং ১২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘চলাচলে বিধিনিষেধ তুলে দেওয়া মানে এই নয় যে করোনার সংক্রমণ কমে গেছে। নিজেকে এবং পরিবার সুস্থ রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।’
সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের হার কিছু নিম্নগামী হলেও চট্টগ্রাম এখনও শঙ্কামুক্ত নয় । সংক্রমণ রোধে সকলেরই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।
বাংলাধারা/এফএস/এফএস













