বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে করোনাভাইরাস (COVID-19) আক্রান্ত মৃত ব্যক্তির মরদেহ নিরাপদভাবে দাফন/সৎকার ব্যবস্থাপনার নির্দেশনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
করোনায় মৃত ব্যক্তির মরদেহ নিরাপদে দাফন/সৎকার ব্যবস্থাপনা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেজিওর (SOP) শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘এসআইপিএফ মুর্দাসেবা প্রকল্প’র প্রশিক্ষণপ্রাপ্ত (মহিলা-পুরুষ) মুর্দাসেবাদানকারীরা স্বাস্থ্য অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিশেষ ব্যবস্থাপনায় মুর্দার গোসল ও কাফন সেবা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান, এসআইপিএফ মুর্দাসেবা প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহজাহান, মুর্দাসেবক টিম লিডার রাহেলা বেগম, টিম লিডার মাওলানা মো. ইলিয়াছ প্রমূখ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













