বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৯ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এইদিন করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৩৪.১২ শতাংশ। এ পর্যন্ত সর্বমোট আক্রান্তে সংখ্যা ৬০ হাজার ৯২৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪১৪ জন এবং উপজেলায় ১৪৫ জন।
সোমবার (৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এদিন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে রাউজান উপজেলায়।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষায় ২১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ২১ জন, ইপিক হেলথ কেয়ারে ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯১ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।
একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া চট্টগ্রামে এন্টিজেন টেস্টে ২০৮ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
বাংলাধারা/এফএস/এআর













