বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ডা. সুলতানা লতিফা জামান আইরিন (৩৪) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
মৃত সুলতানা লতিফা জামান আইরিন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের রেজিস্ট্রার ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মইজ্জুল আকবরের স্ত্রী। এই দম্পতির একটি মেয়ে সন্তান রয়েছে। তিনি বিএমএ চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মইজ্জুল আকবর চৌধুরীর সহধর্মিনী ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













