বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় মৃত্যুবরণ করেছে ২ জন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ৩৫ দশমিক ৬৭ শতাংশ।
নতুন আক্রান্ত ৭৯৭ জন মহানগর এলাকার ও ৩২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৩৬ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৮৪ হাজার ৬৩৭ জন এবং উপজেলায় ৩১ হাজার ৩৪৩ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫০ জনের মধ্যে ৭২৯ জন মহানগর এবং ৬২১জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বাংলাধারা/এফএস













